Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কার্প হ্যাচারি কমপ্লেক্স, কটিয়াদী, কিশোরগঞ্জ এর সংক্ষিপ্ত বিবরণ

ভূমিকাঃ

বৃহত্তর ময়মনসিংহ (ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা) এবং বৃহত্তর সিলেট (সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) অঞ্চলের হাওর/প্লাবনভূমি সমূহে রুই জাতীয় মাছের প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারীতে রেনু মজুদ করে পোনা উৎপাদন, উম্মুক্ত জলাশয়ে সরাসরি পোনা অবমুক্তি কার্যক্রম বাস্তবায়ন সহ এতদ অঞ্চলের মৎস্য চাষীদের মাছের রেনু ও পোনার চাহিদা পুরণের লক্ষ্যে ১৯৯৬ খ্রীস্টাব্দে মৎস্য অধিদপ্তরের  দ্বিতীয় মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প এর আওতায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এবং সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ০৩ টি কার্প হ্যাচারি কমপ্লেক্স স্থাপন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে কার্প হ্যাচারি কমপ্লেক্স, কটিয়াদী, কিশোরগঞ্জ, মাছের গুনগত মান সম্পন্ন রেণু, পোনা ও ব্রুড মাছ উৎপাদন করে স্থানীয় চাহিদা পুরণের পাশাপাশি লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারী রাজস্ব প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে কার্প হ্যাচারি কমপ্লেক্স, কটিয়াদী, কিশোরগঞ্জ কার্প জাতীয় মাছ সহ বিভিন্ন দেশীয় ও উচ্চ ফলনশীল মাছের মানসসম্পন্ন রেণু, পোনা, ব্রুড মাছ এবং গলদা চিংড়ির  পি.এল ও জুভেনাইল উৎপাদন করার পাশাপাশি চাহিদা মোতাবেক স্থানীয় মৎস্য চাষী/হ্যাচারি অপারেটরদের কারিগরী পরামর্শ ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং সংযোগ চাষী স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করে অত্র অঞ্চলের মৎস্য উৎপাদনেগুরুত্বর্পূণ ভূমিকা রেখে চলেছে।

অবস্থানঃ

হ্যাচারি কমপ্লেক্সটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক সংলগ্ন কিশোরগঞ্জ জেলা সদর হতে ২৬ কি.মি. দক্ষিণে এবং কটিয়াদী উপজেলা সদর হতে ০১ কি.মি. উত্তরে আচমিতা ইউনিয়নের চারিপাড়া মৌজায় অবস্থিত।


এক নজরে তথ্যাদিঃ

প্রতিষ্ঠাকাল  : ১৯৯৬ খ্রিঃ

মোট আয়তন : ৯.৮ হেঃ

জলায়তন : ৪.৩৭ হেঃ

পুকুর সংখ্যা : ১৭ টি।

গভীর নলকুপ : ০২ টি।

ওভারহ্যাড ট্যাংক : ০১ টি (৩৩০০০ গ্যালন ধারণ ক্ষমতা)

ইনকিউবেশন ফানেল : ১৮ টি

রেকট্যাংগুলার ট্যাংক (সিস্টার্ণ) : ১৩ টি।

ব্রুড রিয়ারিং ট্যাংক : ০২ টি।

সার্কুলার ট্যাংক : ০৪ টি

গলদা চিংড়ি হ্যাচারি : ০১ টি।

প্রশিক্ষণ কক্ষ/হল রুম : ০১ টি।

প্রশিক্ষণ ডরমিটরি : ০১ টি।